চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করেছে ভারত । এশিয়ার এই দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দুজন ঊর্ধ্বতন ভারতীয় সরকারি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর কঠোর ভিসা নিয়ম কার্যত চীনাদের ভারত ভ্রমণ প্রায় বন্ধ করে দিয়েছিল। এখন সেই আমলাতান্ত্রিক বাধা সরিয়ে নেয়া হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
নতুন ব্যবস্থায় চীনা নাগরিকদের ভিসা অনুমোদন পেতে আগের মতো দীর্ঘ যাচাই-বাছাই করতে হবে না। এক মাসেরও কম সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এটি দুই দেশের পারস্পরিক বিনিময় আরও সহজ করবে।
এসএইচ//