রাজধানী

হাদিকে গুলির ঘটনায় অভিযুক্তদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে

ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক,তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি জানান,  ডিএমপির আট বিভাগে বিশেষ বার্তা দিয়ে সড়কে চেকপোস্ট করে তল্লাশি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে। এছাড়াও ডিএমপির ডিবির একাধিক টিম দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে

ডিএমপি মতিঝিল বিভাগের (ডিসি)  মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ওসমান হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে দুজন এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আমরা সেই পলাতক দুর্বৃত্তদের ধরতে কাজ শুরু করেছি। আমাদের একাধিক টিম কাজ করছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি #ডিএমপি