আন্তর্জাতিক

ইউরোভিশনে ইসরাইলের অংশগ্রহণে প্রতিবাদ, ট্রফি ফেরত দেবেন দুই বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

১৯৯৪ সালে ইউরোভিশন গানের প্রতিযোগিতায় জয়ী আয়ারল্যান্ডের চার্লি ম্যাকগেটিগান জানিয়েছেন, তিনি তার ট্রফি ফিরিয়ে দেবেন। এই প্রতিযোগিতায় ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছরের চ্যাম্পিয়ন সুইস গায়ক নিমোও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একই ঘোষণা দিয়েছেন।

শনিবার আনাদোলু এজেন্সি জানিয়েছে, ম্যাকগেটিগান ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি ইউরোভিশনের আয়োজনকারী ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নের কাছে ট্রফিটি পাঠানোর পরিকল্পনা করছেন।

ম্যাকগেটিগানের ট্রফি ফেরতের পরিকল্পনার কথা উল্লেখ করে নিমোও জানিয়েছেন, 'তার ট্রফিটিও ফিরিয়ে দিতে চান।'

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বড় সঙ্গীত উৎসব ইউরোভিশন ১৯৫৬ সাল থেকে প্রতি বছর আয়োজন করা হয়।

 

 

এসএইচ//