ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘ওসমান হাদির উপর গুলির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে কাজ চলছে। তদন্তের স্বার্থে এখনই শনাক্তকারীর নাম বলছি না।’
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ওসমান হাদির ঘটনার পর পুলিশ ঢাকার প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে।
হাদির উপর হামলাকারীদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি। এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করি এটা আমরা ডিটেক্ট করতে পারব।’
কতজন এই চক্রের সাথে আছে এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা টার্গেটকে খুঁজছি।’
গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি করে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আই/এ