ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। বলেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মুখপাত্র জানান, গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নান সরাসরি হামলায় জড়িত কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হামলাকারীরা পালিয়ে গেছে—এমন কোনো নিশ্চিত তথ্য নেই। কেন এই হত্যাচেষ্টা করা হয়েছে, এর পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এমএ//