রাজধানী

ডিবি হেফাজতে আনিস আলমগীর

ফাইল ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির একটি জিম থেকে তুলে আনা হয় বলে আনিস আলমগীর নিজেই গণমাধ্যমকে জানিয়েছে।

তিনি বলেন, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

আনিস আলমগীর জানান,  আটটার দিকে তাঁরা ডিবি কার্যালয়ে পৌঁছান। তবে সর্বসেষ তথ্য অনুযায়ী ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি।

এদিকে আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হলো এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ডিবি।

 

আই/এ