ইহুদি ধর্মীয় উৎসব হানুকাকে কেন্দ্র করে ভারতে উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
হানুকা উপলক্ষে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে সেদেশের গোয়েন্দারা। একারনে নির্দিষ্ট কিছু স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আট দিনব্যাপী ইহুদি উৎসব হানুকা আজ শুরু হয়েছে।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে এক ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। হানুকার সূচনা উপলক্ষে সমুদ্রপাড়ে আয়োজিত ওই অনুষ্ঠানে দুই বন্দুকধারী হামলা চালালে ১৬ জন মারা যান।
এসএইচ//