বিএনপি

বিমানের ফ্লাইটে ফিরছেন তারেক রহমান, সংবর্ধনা দিতে খোঁজা হচ্ছে মাঠ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বেলা ১১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দেশে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়া জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিএনপির নিরাপত্তা টিম সরকারের সঙ্গে সমন্বয় করছে। সরকারও বেশ সহযোগিতা করছে। ২৪ ডিসেম্বর রাতে ও ২৫ ডিসেম্বর সকালের মধ্যে আমাদের নেতাকর্মীরা কীভাবে বিমানবন্দরে পৌঁছবেন সে নির্দেশনাও ইতোমধ্যে দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন বলেন, এই সংবর্ধনা বিগত ৫৫ বছর ও আগামী ৫৫ বছরের জন্যও ঐতিহাসিক এবং স্মরণীয় হয়ে থাকবে। তবে জনদুর্ভোগ যাতে না হয়, সে বিষয়টিও লক্ষ্য রাখা হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সালাহউদ্দিন