আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিলার দাবি করেন, ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ। দেশটির তেলখাত জাতীয়করণকে তিনি চুরিবলে আখ্যা দেন।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভেনেজুয়েলার ভূখণ্ডে থাকা তেল সে দেশেরই সম্পদ হলেও ট্রাম্প প্রশাসন এ দাবির বিরোধিতা করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ভেনেজুয়েলার তেল চুরি করা সম্পদবলে উল্লেখ করে দেশটির তেলবাহী ট্যাংকারে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মাদুরো সরকারকে চাপে ফেলতে এবং উৎখাতের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন ক্রমেই আরও কঠোর অবস্থান নিচ্ছেযা দুই দেশের মধ্যে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হোয়াইট হাউসে #ডেপুটি চিফ অব স্টাফ #স্টিফেন মিলার #যুক্তরাষ্ট্রের সম্পদ #ভেনেজুয়েলার তেল