আন্তর্জাতিক

ইরানের বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করে তিনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে

সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, তারা সিদ্ধান্তে দৃঢ়, ভরপুর ও যেতে প্রস্তুত।

ট্রাম্পের হুমকীর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি বলেছেন, মার্কিন হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে।

প্রসঙ্গত, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কারনে সাম্প্রতিক বিক্ষোভ ইরানের কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন। ইরানি কর্তৃপক্ষ বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, বিক্ষোভকারীদের বৈধ দাবি শোনার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরানের বিক্ষোভে #হস্তক্ষেপের হুমকি #মার্কিন প্রেসিডেন্ট #ডোনাল্ড ট্রাম্প