আন্তর্জাতিক

সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন। এই হামলায় একই পরিবারের সাতজন  প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

স্থানীয় সূত্র জানায়, প্রদেশটির সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের জন্য সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) সমর্থিত বাহিনী এবং সরকারি সেনাদের মধ্যে লড়াই চলছে।

গেল মাসে এসটিসি হাদরামাউত ও আল-মাহরাহ প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করলে ইয়েমেন সরকার ও এসটিসির মধ্যে উত্তেজনা বেড়ে উঠে।

সৌদি আরব এই অঞ্চলগুলোকে রেড লাইন হিসেবে বিবেচনা করেকারণ এগুলো দেশের সীমান্তের কাছে এবং ইয়েমেনের তেলের বড় অংশ এখানেই।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইয়েমেনে #হাদরামাউত প্রদেশে #সৌদি আরবের বিমান হামলা #২০ জন নিহত