ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির সরকার। সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র মাদুরো দম্পতিকে আটক করে দেশটির বাইরে নিয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর এ প্রতিক্রিয়া জানায় কারাকাস।
শনিবার (০৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও বার্তায় জানান, সরকার এখনো নিশ্চিত নয় প্রেসিডেন্ট ও তার স্ত্রী কোথায় আছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়েছে—মাদুরো দম্পতি জীবিত আছেন কি না, সে বিষয়ে প্রমাণ দিতে।
এর আগে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটি বড় পরিসরের অভিযান পরিচালনা করেছে। অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।
পরবর্তীতে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ট্রাম্প বলেন, অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমন্বিতভাবে অংশ নেয়। তবে অভিযানের ধরন ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে তার বাসভবনে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) সংবাদ সম্মেলন করবেন বলেও ঘোষণা দেন।
এমএ//