আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও এর স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের নৌ-উপস্থিতি তুলনামূলকভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, গেল অক্টোবরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ভূমধ্যসাগর থেকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়। এর ফলে মধ্যপ্রাচ্য বা ইউরোপে এমন কোনো বিমানবাহী রণতরী তখন আর অবস্থানে ছিল না, যা ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পরিস্থিতিতে দ্রুত ভূমিকা রাখতে পারে।

আরও বলা হয়েছে, ভেনেজুয়েলাকে ঘিরে ট্রাম্প প্রশাসনের চাপ প্রয়োগের কৌশলের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য ও ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর উপস্থিতি সীমিত। এক মার্কিন নৌবাহিনী কর্মকর্তার বরাতে জানানো হয়, এই মুহূর্তে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন থাকলেও মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র ছয়টি।

নতুন করে বিমানবাহী রণতরী পাঠানোর এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ চীন সাগর #বিমানবাহী রণতরী #যুক্তরাষ্ট্র #মার্কিন #মার্কিন রণতরী