দেশজুড়ে

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ২০০ জন নেতাকর্মী দলটি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. আকবর আলীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এম. আকবর আলী।

যোগদানে নেতৃত্ব দেওয়া পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তিনি মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপিই দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। সেই বিশ্বাস থেকেই তিনি ও ইউনিয়নের ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

তিনি আরও জানান, যোগদানকারী কারও বিরুদ্ধে কোনো মামলা নেই।

এ বিষয়ে এম. আকবর আলী বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা পলাতক থাকায় তৃণমূলের অনেক নেতাকর্মী দলটি ছেড়ে দিশেহারা হয়ে পড়েছেন। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং উল্লাপাড়া উপজেলার উন্নয়নে তাঁর ভূমিকার প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যোগদানকারী নেতাকর্মীরা পূর্ণিমাগাতী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার কাজ করবেন। তাঁদের সক্রিয় সহযোগিতায় নির্বাচনে ইতিবাচক ফল আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ