আন্তর্জাতিক

গ্রিনল্যান্ড দখলে সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র, ন্যাটোতে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস জানিয়েছে, ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে, যার মধ্যে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের প্রয়োজন।

ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র—উভয়ই ন্যাটোর সদস্য হওয়ায় সম্ভাব্য এই পদক্ষেপ জোটটির জন্য জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে হামলা ন্যাটোর অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলবে।

এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেনসহ ইউরোপের একাধিক দেশ ডেনমার্কের প্রতি সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে।  

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হোয়াইট হাউস #ডেনমার্ক #ন্যাটো #গ্রিনল্যান্ড