ভোরের আলো উঠতেই বোঝা যায়—শীত শুধু এসে দাঁড়ায়নি, পুরো দেশজুড়েই যেন নিজের আসন পেতে বসেছে। কুয়াশার চাদরে ঢাকা জনপদ, হিমেল হাওয়ায় কাঁপছে সকালবেলা। জানালার কাঁচে জমে থাকা শিশির আর ঠান্ডা বাতাসের নিঃশ্বাসে জানান দিচ্ছে—শীত এবার শক্ত হাতে ধরা দিয়েছে।
সারাদেশে জেঁকে বসা এই শীতের দাপটে আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ২৪ জেলায়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে এই শীত আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা আজ শৈত্যপ্রবাহের কবলে। এই দুই বিভাগে মোট জেলার সংখ্যা ১৬। এর বাইরে গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ আরও আট জেলাতেও বইছে শৈত্যপ্রবাহ। সব মিলিয়ে দেশের ২৪ জেলায় এখন শীতের কড়াকড়ি।
তিনি আরও জানান, গতকাল দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। আজ কিছু জেলায় পরিস্থিতির সামান্য পরিবর্তন হলেও শীতের প্রকোপ কমেনি।
এই শৈত্যপ্রবাহ আর কতদিন চলতে পারে—এমন প্রশ্নে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। নতুন নতুন জেলা এতে যুক্ত হতে পারে, আবার কিছু জেলা সাময়িকভাবে এর বাইরে চলে যেতে পারে। তবে শীত দ্রুত বিদায় নিচ্ছে না। এক সপ্তাহেরও বেশি সময় ধরে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত টিকে থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এসি//