ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটানের শিক্ষার্থীদের জন্য ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) উদীয়মান ইন্টিগ্রিটি ইস্যু’র কথা উল্লেখ করে দক্ষিণ এশিয়ার এই চার দেশকে সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে দেশটির ফেডারেল সরকার।
গেল বছর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রায় তিনভাগের এক ভাগই ছিল এই চার দেশের।
অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ‘আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা ও স্টুডেন্ট ভিসা প্রোগ্রামের সঠিক কাঠামো থাকা জরুরি। শিক্ষার্থীরা যাতে নিশ্চিত হতে পারেন যে তারা সর্বোত্তম শিক্ষায় বিনিয়োগ করছে।’
এসএইচ//