আইন-বিচার

যথেষ্ট সংস্কার হয়েছে : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কোনো সংস্কার হয়নিকথাটি ঠিক নয়। যথেষ্ট সংস্কার হয়েছে। সময়ের বিবেচনায় হয়তো আরও হতে পারত।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনশীর্ষক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অনেকে বলেন কোনো সংস্কার হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে শুধু ফিন্যান্সিয়াল ও ব্যাংকিং সেক্টরে যে সংস্কার হয়েছে, তার ফল সবাই দেখতে পাচ্ছে। ব্যাংকিংয়ের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। রেমিট্যান্স যেকোনো সময়ের চেয়ে বেশি। দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। এগুলো সংস্কার ছাড়া করা সম্ভব ছিল না।

তিনি বলেন, যেসব সংস্কার হয়েছে, তা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছেকিছু জায়গা নিয়ে তার নিজেরও আক্ষেপ রয়েছে। পুলিশ সংস্কার নিয়ে নিজেরও হতাশা রয়েছে। তারপরও যেটা হয়েছে, সেটা তুচ্ছ নয়।

তিনি আরও বলেন, শুধুমাত্র ১০ বছর জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে বিচারক হতে পারবেন না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন, সেটা উচ্চ আদালত থেকেই হবে।

আসিফ নজরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে তেমনটি এর আগে আর হয়নিএটা সবিনয় বলব এবং অত্যন্ত জোরে বলব।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আইন উপদেষ্টা