জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে একটি দল চাপ দিচ্ছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে কমিশনকে। আমরা বলতে চাই কোনো চাপের মাধ্যমে নয়, আইন অনুসারে কোনো দলের প্রার্থী অবৈধ হলে তা বাতিল করতে হবে।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন।
ডা. তাহের বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা। কিন্তু কোনো একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে। একটি দলকে এমন প্রটোকল দিলে সমস্যা নেই। তবে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকেও একইভাবে প্রটোকল এবং নিরাপত্তা দিতে হবে।
তিনি বলেন, অনেক ডিসি ও এসপি পক্ষপাতিত্ব করছে। ইসিকে এ বিষয়ে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, জোটের সমঝোতায় ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা সেই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য তারা নিজেরা আলাদা নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সাফল্য কামনা করি। ইসলামী আন্দোলনের সম্মানে দলের সিনিয়র নায়েবে আমীরের আসনে আমরা কোনও প্রার্থী দেবো না।
আই/এ