বিএনপি

আগামীকাল আবারও ইসি ঘেরাও করবে ছাত্রদল

নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক সফল না হয় আগামীকাল আবারও ইসি ঘেরাও কর্মসূচি করবে ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) রাতে ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

তিনি বলেন, আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করলাম আমরা। আগামীকাল সকাল ১১টা থেকে আবার কর্মসূচি চলবে। পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ তিন দফা দাবি আদায় না হওয়া কর্মসূচি চলমান থাকবে।

এর আগে তিন অভিযোগে ইসি ঘেরাও করে ছাত্রদল। তাদের অভিযোগ হলো-

১. পোস্টাল ব্যালট-সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ছাত্রদল