দেশজুড়ে

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধার, লোমহর্ষক তথ্য দিয়েছে পিবিআই

বায়ান্ন প্রতিবেদন

ঢাকার সাভারে মিলন নামে ১৫ বছরের এক কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় মিলন। সেদিন রাত পার হলেও আর বাড়ি ফেরেনি মিলন। পরদিন তার মা আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুমাস ধরে মিলনের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১ ডিসেম্বর আশুলিয়ার মডেল টাউন এলাকায় কাশবনের ভিতর থেকে মিলনের প্রায় ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধার করে পিবিআই। পরে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানিয়েছে, ঘটনার দিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মিলনের সঙ্গে দেখা হয় তার ঘনিষ্ঠ বন্ধু রনি ও সুমনের। রনি ও সুমন পরিকল্পিতভাবে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে কাশবনে ফেলে রাখে। হত্যার মূল কারণ ছিল তাদের ঋণগ্রস্ত থাকা। হত্যার পর মিলনের অটোরিকশা ৬২ হাজার টাকায় বিক্রি করে তারা।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা পিবিআই তদন্ত করছে বলেও জানান এম এন মোর্শেদ।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পিবিআই #ঢাকা #৩৮ টুকরা কঙ্কাল #সাভার