আন্তর্জাতিক

মাদক ও যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় দম্পতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি মোটেলে মাদক ও যৌন ব্যবসার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত দম্পতিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গোয়েন্দারা। গ্রেপ্তারকৃত ভারতীয়দের নাম কোষা শর্মা ও তরুণ শর্মা।

এছাড়া মার্গো পিয়ার্স, জশুয়া রেডিক এবং রাশার্ড স্মিথ নামে আরো তিনজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। কোষাকে ওই চক্রের লোকজন ‘মা’ বা ‘মামা কে’ এবং তরুণকে ‘পপ’ বা ‘পা’ বলে বলে ডাকতেন।

উত্তর ভার্জিনিয়ার ফেডারেল আইনজীবীরা বলছেন, এই দম্পতি তাঁদের মালিকানাধীন ‘রেড কার্পেট ইন’ হোটেলের তিনতলায় মাদক বিক্রি এবং যৌন ব্যবসা করতেন।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে শর্মা দম্পতি এই হোটেলটি পরিচালনা করে আসছেন।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ভার্জিনিয়া #মাদক ও যৌন ব্যবসা #ভারতীয় দম্পতি #গ্রেপ্তার