জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। জাপানের পরবর্তী গতিপথ নির্ধারণে জনগণের নতুন ম্যান্ডেট পাওয়ার আশায় তিনি এই আগাম নির্বাচনের প্রস্তিুতি নিচ্ছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তাকাইচি জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি জাপানের নিম্নকক্ষ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৬৫টি আসনে ভোট হবে।
বিবিসি জানিয়েছে, গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে জনমত জরিপে উচ্চ সমর্থন পেলেও রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাকাইচি চাইছেন এই নির্বাচনের মাধ্যমে নিজের শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করতে।
এসএইচ//