সিরিয়ার সরকারি বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর যুদ্ধবিরতি ও একীভূতকরণ চুক্তি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার (১৮ জানুয়ারি) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধারের জন্য এই ঘোষণা করেন তিনি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, চুক্তির মূল লক্ষ্য দেশটিতে কেন্দ্রীয় সরকারের পূর্ণনিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘোষণা সিরিয়ার গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও স্থিতিশীলতার পথে একটি মাইলফলক। দীর্ঘদিন ধরে মার্কিন সমর্থিত এসডিএফ-এর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো কোনো রক্তপাত ছাড়াই সরকারি শাসনের অধীনে ফিরে আসবে।
এসএইচ//