নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের প্রস্তুতি বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে পিসিবি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি মনে করে নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশের উদ্বেগ যৌক্তিক এবং বৈধ।
একারনে বাংলাদেশ ইস্যুতে আইসিসি সম্মানজনক সমাধান না করলে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে।
এসএইচ//