প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনও ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের এবং দেশ পাল্টে দেওয়ার নির্বাচন, তাই একে যে-কোনও মূল্যে সুষ্ঠু হতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে এনসিপি নেতারা বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে তাদের বিভিন্ন পর্যবেক্ষণ ও উদ্বেগের কথা জানান। তারা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন সম্পর্কিত যে-কোনও অভিযোগ বা পরামর্শ থাকলে তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
তিনি বলেন, প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। অধিকাংশ ভোটকেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে, যা সরাসরি কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে।
এনসিপি নেতৃবৃন্দ জানান, গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে তাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।
ড.ইউনূস বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট কেন প্রয়োজন এবং এর ফলে কী হবে— তা সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করছে। সরকার সব রাজনৈতিক দলকেও এই প্রক্রিয়ায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।
তিনি আরও যোগ করেন, নির্বাচনকে উৎসবমুখর করা সরকার, কমিশন ও রাজনৈতিক দল— সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে তিনি সব দলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আই/এ