জাতীয়

ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড না দিতে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ভিসা সাক্ষাৎকারের আগেই বন্ড বা জামানত পরিশোধ না করতে বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় দূতাবাস, যা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২১ জানুয়ারি) থেকে এই নির্দেশনা কার্যকর হবে। দূতাবাস স্পষ্ট করে বলেছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো ধরনের বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। এছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রতারণার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যারা ব্যবসা বা পর্যটন ভিসা (বি১/বি২) নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে চাইবেন, অনুমোদন পেলে তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তবে এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থ ফেরতযোগ্য নয়। তবে ভিসার সব শর্ত সঠিকভাবে মেনে চললে নির্ধারিত বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এর আগে ৬ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশসহ মোট ৩৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দেওয়ার বিধান কার্যকর হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ভিসা