যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ ফ্রান্স যোগ না দিলে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থানকে কেন্দ্র করে প্যারিস বিদ্রুপ করার পরই ট্রাম্প ফ্রান্সের বিরুদ্ধে এই কড়া অবস্থান নেন।
বোর্ড অব পিস প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি তার (ইমানুয়েল ম্যাক্রোঁ) ওয়াইন আর শ্যাম্পেইনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাবো। তখন তিনি যোগ দেবেন। তবে না দিলেও আমার কিছু যায় আসে না।’
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, আর্কটিকে রাশিয়ার সম্ভাব্য ভবিষ্যৎ হুমকির কারণেই গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন। আর্কটিক অঞ্চলে ভবিষ্যতে সংঘাত অনিবার্য হতে পারে এবং ন্যাটোর অঙ্গীকার অনুযায়ী যুক্তরাষ্ট্রকে সেখানে জড়াতে হবে।
বেসেন্টের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলা হয়, ‘যদি কোনো দিন আগুন লাগে, দমকল বাহিনী তো হস্তক্ষেপ করবেই, তাহলে আগেভাগেই বাড়িটা পুড়িয়ে দেয়া ভালো! আরও বলা হয়, যেকোনো দিন হাঙর আক্রমণ করতে পারে। তাই এখনই লাইফগার্ডকে খেয়ে ফেলা ভালো! ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে এখনই গাড়িটাকে ধাক্কা মেরে দেয়া ভালো!’
এসএইচ//