জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর রায় ঘোষণা করেছেন দেশটির আদালত। হত্যার দায়ে বন্দুকধারী তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) জাপানের নারা শহরের একটি আদালতে বিচারক শিনিচি তানাকা এই রায় ঘোষণা করেন।
দীর্ঘ তদন্ত শেষে গেল বছরের অক্টোবরে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে তেতসুয়া ইয়ামাগামি হত্যার দায় স্বীকার করলেও তার বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ অস্বীকার করেন।
আইনজীবীরা জানান, আবের হত্যাকাণ্ড দেশটির রক্ষণশীল রাজনীতিবিদদের সঙ্গে একটি গোপন ধর্মীয় গোষ্ঠীর ‘ইউনিফিকেশন চার্চের’ সম্পর্ককে সামনে আনে। হত্যার পেছনে তেতসুয়ার উদ্দেশ্য ছিল চার্চের দিকে মানুষের নজর ফেরানো।
দীর্ঘ সময় ধরে চলা এই বিচার প্রক্রিয়ায় জানা যায়, তেতসুয়ার মা ওই চার্চে অনুদান দিতে গিয়ে পরিবারকে দেউলিয়া করেছিলেন। এই ক্ষোভ থেকেই ৪৫ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি পরিকল্পিতভাবেই সাবেক প্রধানমন্ত্রী আবেকে হত্যা করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে নির্বাচনী প্রচারণার সময় পেছন থেকে গুলি চালিয়ে শিনজো আবেকে হত্যা করা হয়।
এসএইচ//