যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজা উপত্যকায় আবারও বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সবশেষ হামলায় একশিশুসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের তিন সদস্যও রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজার বালাহ এলাকার পূর্বাঞ্চলে ইসরাইলি কামানের গোলাবর্ষণে একটি পরিবারের তিনজন প্রাণ হারান। পাশাপাশি দক্ষিণ গাজায় ইসরাইলি গুলিতে ১৩ বছর বয়সী এক শিশু এবং ৩২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়েছে, গাজার বিভিন্ন এলাকায় হামলায় আরও তিনজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন খান ইউনুসের পূর্বাঞ্চলে এবং একজন মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের উত্তর-পূর্বে জুহোর আল-দিক এলাকায় আহত হন।
চিকিৎসা সূত্র জানায়, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও, দখলদার বাহিনীর এ ধরনের প্রাণঘাতী হামলা চলমান রয়েছে।
এমএ//