নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আহতরা হলেন, সাংবাদিক এসএম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্টাফ লাল।
সোমবার (২৬ জানুয়ারি ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ক্র্যাবের ফ্যামিলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফিরছিলো। সন্ধ্যায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় টাকা দাবি করে। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত সাংবাদিক ফয়েজকে পুলিশি পাহারায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। আহত অন্য ভুক্তভোগীরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ‘এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে নারী ও শিশুরা ভয়ে কান্না শুরু করে। দোষীদের শাস্তির দাবি করছি। আমরা এ ঘটনায় মামলা করব।’
মাধবদি থানার ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িত দুই সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আই/এ