সিরাজগঞ্জ–২ আসনের সদর উপজেলার বহুলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হামলার পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতের এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বহুলী ইউনিয়নের ডুমুর গ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক দুটি নির্বাচনী মিছিল বের হয়। মিছিল দুটি ডুমুর ইছা বাজার এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় একে অপরের ওপর হামলার অভিযোগ তোলে দুই দলই।
বিএনপির দাবি, জামায়াতে ইসলামীর মিছিল থেকে তাদের ধানের শীষ প্রতীকের মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। এতে মইন, রিফাত, খায়রুল, সাকিব, হিমেল ও রানা নামের ছয়জন নেতাকর্মী আহত হন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে জামায়াত আমাদের মিছিলে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা চাই।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সিরাজগঞ্জ–২ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম বিএনপির অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরাই আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং আমাদের ৪ থেকে ৫ জন কর্মী আহত হন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার সময় এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
এমএ//