দেশজুড়ে

সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে একটি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার। এছাড়া বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম দুলাল, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এডভোকেট ইন্দ্রজিত সাহা, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম ও এপিপি আব্দুল মালেক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে আইনজীবীদের অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবী সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

বক্তব্য শেষে আদালত চত্বরে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ