আন্তর্জাতিক

কাবা শরিফ ও মসজিদে নববিতে কত রাকাত তারাবিহ হবে, জানাল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আসন্ন পবিত্র রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ১০ রাকাত তারাবিহ নামাজ আদায় করা হবে। এর সঙ্গে আরও ৩ রাকাত বিতর নামাজ আদায় করা হবে। ফলে প্রতিদিন মোট ১৩ রাকাত নামাজ আদায় হবে।

দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, রমজান মাসজুড়ে রাতের তারাবিহ নামাজ নির্ধারিত এই কাঠামো অনুসারেই আদায় করা হবে।

রমজান শুরু হওয়ার আগে তারাবিহ নামাজের সময়সূচি ও ইমামদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মসজিদুল হারাম #মসজিদে নববি #মক্কা #তারাবিহ #রমজান