আন্তর্জাতিক

খালেদা জিয়ার স্মরণে ভারতীয় সংসদে নীরবতা পালন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সংসদে বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন দেশের প্রয়াত গুরুত্বপূর্ণ নেতাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সংসদ সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) লোকসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়। অধিবেশনে একে একে প্রয়াতদের নাম উচ্চারণ করা হলে সংসদ সদস্যরা তাদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন।

উল্লেখ্য, গেল ৩০ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া #ভারত