ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর থেকে সম্প্রতি একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে।
ভিডিওটির শুরুতেই গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্যের সংকলন দেখানো হয়। এরপর এতে আলী খামেনির অতীতে দেয়া তেজস্বী ভাষণের সংক্ষিপ্ত অংশগুলো যোগ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি “আল্লাহই যথেষ্ট” শিরোনামে প্রকাশ করা হয়েছে, যেখানে জনগণকে কোনো ধরনের ভয় বা আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ইরানি প্রশাসন সাধারণ নাগরিকদের ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ রাখলেও, খামেনি এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে তাদের বার্তা পৌঁছে দেন।
এসি//