রাজধানী

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের সব আসামীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। পাশাপাশি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ চত্বরে ক্র্যাবের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল

তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে এজাহার নামীয় আসামীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে ছবি প্রকাশ করতে হবে। অন্যথায় নরসিংদী জেলার এসপি ও মাধবদী থানার ওসির অপসারণের জন্য বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম বলেন, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিকের বাসে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ।

ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপি কেউই ক্র্যাবের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেননি, আহতদের দেখতেও যাননি-যা খুবই দুঃখজনক। নরসিংদীতে যারা সাংবাদিকদের হামলা করেছে তারা চিহ্নিত চাঁদাবাজ। তাদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে। কারণ পুলিশও ওইসব চাঁদাবাজদের কাছ থেকে ভাগ পায়।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেয়ায় তিনি নরসিংদী জেলার এসপি ও থানার ওসির অপসারনের দাবিও জানান তিনি

ডিইউজে সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ক্রাইম রিপোর্টাররা যখন আঘাতপ্রাপ্ত তখন বোঝা যায় দেশের কি অবস্থা। এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্টতাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ , ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামালসহ সাংবাদিক নেতারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জাতীয় প্রেসক্লাবঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’ রিপোর্টার্স ফোরামবাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফডিফেন্স জার্নালিষ্ট এসোসিয়েশন-ডিজাবরিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র্যাকপলিটিক্যাল রিপোর্টার্স ফোরামঢাকা মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনট্রান্সপোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনঢাকা জার্নালিষ্ট কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্র্যাব