পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামীলীগ দিনের ভোট রাতে করে নিয়েছে। আজকে সময় এসেছে শান্তিপূর্ণভাবে আপনার ভোট ধানের শীষে দিতে পারবেন। নিজেদের মধ্যে কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব বা মনে কষ্ট না রেখে ধানের শীষকে বিজয়ী করতে একে অপরের হাতে হাত রেখে কাজ করুন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী ঈশ্বরদী পৌর এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, যারা এখনো ধানের শীষের বাইরে রয়েছেন হয়তো দু-একদিনের মধ্যে ধানের শীষের প্রচারণায় শামিল হবেন। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার এসেছে, এ জোয়ারকে ধরে রাখতে আপনারা আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করে তারেক রহমানকে উপহার দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
আই/এ