আর্কাইভ থেকে বাংলাদেশ

পাঠাও-উবারের যাত্রী পরিবহনে বিআরটিএ’র নিষেধাজ্ঞা

পাঠাও-উবারের যাত্রী পরিবহনে বিআরটিএ’র নিষেধাজ্ঞা

চলমান মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বুধবার (৩১ মার্চ) বিকেলে বিআরটিএ'র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার ঘোষিত ১৮ নির্দেশনা বাস্তবায়নে এ উদ্যোগ নেয়া হয়েছে। 

তিনি জানান, যেহেতু গণপরিবহন আইনেও রাইড শেয়ারিং ব্যবস্থাটি রয়েছে সেহেতু এ শেয়ারিং এর মাধ্যমে যাত্রী পরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এছাড়াও, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।

এদিকে দেশে করোনায় প্রাণ গেলো আরও ৫২ জনের। যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ আগস্ট ৫৪ জন মারা যায়। এ নিয়ে করোনায় দেশে ৯ হাজার ৪৬ জনের প্রাণহানি হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪২ জন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন পাঠাওউবারের | যাত্রী | পরিবহনে | বিআরটিএর | নিষেধাজ্ঞা