বাংলাদেশ

যাত্রীদের ভোগান্তি কমাতে কল সেন্টার চালু করলো বাংলাদেশ রেলওয়ে

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

যাত্রীদের ভোগান্তি কমাতে নিজস্ব কল সেন্টার চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।  আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপনারা যেকোনো নম্বর হতে ১৩১ নম্বরে কল করে রেলসংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা নিতে পারবেন। নতুন একটি সেবা হিসেবে কল সেন্টারবিষয়ক আপনাদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ রেলওয়ে | ভোগান্তি | কল সেন্টার