বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়কসহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ভারতের পররাষ্ট্র মনস্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে সোমবার (২ সেপ্টেম্বর) ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে ‘এগুলো ভুয়া খবর’।
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের একটি সূত্রও গণমাধ্যমকে জানিয়েছে, ‘ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি।
এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) জার্মানির বনভিত্তিক ‘দ্য মিরর এশিয়া’ নামে একটি বাংলা অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদনে বলা হয়েছিলো, ‘ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।’
‘ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা’ শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্য মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ‘এই তালিকায় আছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।’
ডিপ্লোমেটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠজনদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাইবাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, নয়াদিল্লির সরকারি বেশ কয়েকটি সূত্র এই প্রতিবেদনগুলোকে ‘ভুয়া খবর’বলে আখ্যায়িত করেছে।
এমআর//