বিএনপি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

বায়ান্ন প্রতিবেদন

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মাহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।

ইউনুস আলী গণমাধ্যমকে জানান, 'স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতিমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।’

এর আগে, গত ২৭ আগস্ট ফলোআপ চিকিৎসার জন্য সিংগাপুর যান মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। ওই সময়ে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের জন্য স্ত্রীর সফরসঙ্গী হতে পারেননি বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, কারাবন্দি থাকা অবস্থায় ২০১৫ সালে মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পরে। পরবর্তীতে কারামুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসাসেবা নেন তিনি। প্রতিবছর নিয়মিত ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া আসা করেন তিনি। সর্বশেষ চলতি বছরের ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন মির্জা ফখরুল