রাজধানীতে শুষ্ক আবহাওয়ার কারনে বেড়েছে বায়ুদূষণ। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯ টায় এই প্রতিবেদন করা পর্যন্ত আইকিউএয়ারের তথ্যমতে, বিশ্বের ১২০ শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকার একিউআই স্কোর ছিল ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত।
বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে লাহোর (স্কোর ৪৯৯), যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য। দ্বিতীয় স্থানে দিল্লি (স্কোর ৪১৬), এর অবস্থাও নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’।
ঢাকার স্কোর ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে, যা নাগরিকদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষত শিশু, প্রবীণ এবং অসুস্থদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা জানালা বন্ধ রাখা, বাইরে বের হলে মাস্ক পরিধান এবং ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।
বায়ুমানের সূচক : ০–৫০, ভালো, ৫১–১০০, মাঝারি, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ।
জেডএস/