আর্কাইভ থেকে বাংলাদেশ

১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ

১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বন্ধ

করোনা মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়ম জারি করেছে। এর আলোকে ১১ এপ্রিল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু সাময়িক বন্ধ থাকবে।

আজ বুধবার (৩১ মার্চ) রেলওয়ের উপপরিচালক নাহিদ হাসান খান সই করা বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, করোনার কারণে সাময়িকভাবে নতুন নিয়মে টিকি বিক্রি হবে। রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে। বাকি আসন খালি থাকবে। টিকিট বিক্রি হবে একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে যুগপৎভাবে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা।

টিকিট ইস্যুর উল্লেখিত সংশোধনীগুলো আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

এছাড়া আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা।

এ সম্পর্কিত আরও পড়ুন ১১ | এপ্রিলের | আন্তঃনগর | ট্রেনের | টিকিট | বন্ধ