আর্কাইভ থেকে আইন-বিচার

জামিন-অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বাড়ল ২ সপ্তাহ

জামিন-অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বাড়ল ২ সপ্তাহ

চলমান লকডাউনের মধ্যে জামিন ও অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও দুই সপ্তাহ বাড়ল।

রোববার রাতে প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগ বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে। এছাড়া অন্যান্য সব অধস্তন আদালতের কার্যক্রম বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রত্যেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বশরীরে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে অথবা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে, তাদের জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামি দুই সপ্তাহ পর্যন্ত বাড়ানো হলো।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন জামিনঅন্তর্বর্তীকালীন | আদেশের | মেয়াদ | বাড়ল | ২ | সপ্তাহ