আর্কাইভ থেকে ধর্ম

মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না

মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না

দেশে করোনা বেড়ে যাওয়ায় মসজিদসমূহে জামায়াত নামাজ আদায়রে জন্য কিছু শর্ত মানতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

আজ সোমবার (৫ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পবিত্র রমজান মাসে প্রতিবছরই মসজিদে ইফতার ও সেহরির আয়োজন থাকে। এবার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা বন্ধ থাকবে।

এতে বলা হয়েছে, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা মসজিদে জামায়াতে অংশ নেয়া থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব মসজিদে হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ হাতধোয়ার ব্যবস্থা থাকতে হবে। সবাইকে মাস্ক পরে আসতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, সবাইকে বাসা থেকে অজু করে আসতে হবে। সুন্নত নামাজ বাসা থেকে পড়ে আসতে হবে। জায়নামাজ নিয়ে আসতে হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন মসজিদে | ইফতার | ও | সেহরির | আয়োজন | করা