আর্কাইভ থেকে এশিয়া

অ্যাডমিরালদের চিঠিকে ‘অভ্যুত্থানের’ আভাস বললেন এরদোগান

অ্যাডমিরালদের চিঠিকে ‘অভ্যুত্থানের’ আভাস বললেন এরদোগান

তুরস্কের কয়েকজন সাবেক এডমিরালের খোলা চিঠিকে ‘রাজনৈতিক অভ্যুত্থানের’ আভাস বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

স্থানীয় সময় সোমবার (৫ এপ্রিল) এ মন্তব্য করেন তিনি।

এরদোগান বলেন, ঘোষণাপত্র প্রকাশ করা সাবেক অ্যাডমিরালদের কাজ না। ১০৪ সাবেক জেনারেলের এহেন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদের এই খোলা চিঠি রাজনৈতিক অভ্যুত্থানেরই আভাস দিচ্ছে।

গেলো শনিবার প্রেসিডেন্ট কার্যালয়ের সমালোচনা করে একটি চিঠিতে সই করেন ১০৪ জন সাবেক অ্যাডমিরাল। এতে তারা বলেন, এরদোগানের নতুন খাল খনন প্রকল্প ৮৫ বছরের পুরনো মনট্রিক্স নৌচুক্তিকে ঝুঁকিতে ফেলে দেবে। সরকার তুরস্কের ইতিহাসকে সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িয়ে ফেলেছে।

এ খোল চিঠির বিষয়টি দদন্ত করা হবে বলে জানিয়েছে দেশটি প্রেসিডেন্ট অফিস।

উল্লেখ্য, কৃষ্ণ সাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত করতে ২৮ মাইল খাল খনন করবে তুরস্ক। এ প্রকল্পকে এডমিরালরা মন্ট্রিক্স কনভেনশনে তুরস্কের অঙ্গীকারকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যাডমিরালদের | চিঠিকে | অভ্যুত্থানের | আভাস | এরদোগান