আর্কাইভ থেকে দেশজুড়ে

টাঙ্গাইলে দুই মাস বয়সী শিশুকে ছয় দিন পর উদ্ধার

টাঙ্গাইলে দুই মাস বয়সী শিশুকে ছয় দিন পর উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে চুরি হওয়া দুই মাস বয়সী শিশুকে ছয় দিন পর আজ মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরে জেলার দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত বুধবার রাতে উপজেলার শোলা প্রতিমা গ্রামের ট্রাকচালক আছির উদ্দিনের বাড়ি থেকে শিশু জুনায়েদের মায়ের মুখ চেপে ধরে তাকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন বৃহস্পতিবার ওই শিশুর বাবা আছির উদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় মামলা করে।

সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, আজ ভোরে দেলদুয়ার উপজেলার একটি বাড়ি থেকে শিশু জুনায়েদকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজন নারীসহ তিনজনকে আটক করে। তবে পুলিশ তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম এখনই প্রকাশ করছে না।

শিশুর বাবা আছির উদ্দিন বলেন, ‘শুনেছি দুর্বৃত্তরা আমার ছেলেকে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে চুরি করে বিক্রি করে দেয়। পুলিশের আন্তরিক সহযোগিতায় আমার বাবাকে আমরা ফিরে পেয়েছি।’

শেখ সোহান 

এ সম্পর্কিত আরও পড়ুন টাঙ্গাইলে | দুই | মাস | বয়সী | শিশুকে | ছয় | দিন | উদ্ধার