আর্কাইভ থেকে ফুটবল

লিভারপুলকে উড়িয়ে সেমির পথে রিয়াল

লিভারপুলকে উড়িয়ে সেমির পথে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে দারুন জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে লিভারপুলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ে শেষ চারের পথে এক পা এগিয়ে রাখলো লস ব্ল্যাংকসরা।

রিয়াল ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যাওয়ার পর মার্কো অ্যাসেনসিও ব্যবধান দ্বিগুণ করেন। সালাহর গোলে লিভারপুল ম্যাচে ফেরার আভাস দিলেও আবার ব্যবধান বাড়িয়ে নেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র।

রিয়াল রক্ষণভাগের সেরা দুই তারকা সার্জিও রামোস ও রাফায়েল ভারানেকে ছাড়াই খেলতে নামলেও প্রথমার্ধে লিভারপুল রিয়ালের রক্ষণভাগের কোনো পরীক্ষাই নিতে পারেনি। উল্টো অলরেডসদের ভঙ্গুর রক্ষণে শুরু থেকেই চাপ বাড়ায় স্বাগতিকরা।

প্রথম ১৫ মিনিটে দুটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি রিয়াল। তবে গোলের অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি রিয়ালের। ২৭তম মিনিটে দুর্দান্ত প্রতি-আক্রমণে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। নিজেদের ডি-বক্সের কাছাকাছি জায়গা থেকে উঁচু করে বল বাড়ান টনি ক্রুস। দুই ডিফেন্ডারের মাঝে বুক দিয়ে বল নামিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেই রক্ষণের ভুলেই ৩৬তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের লম্বা উঁচু করে বাড়ানো বল হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের ডি-বক্সে ফেলেন ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। সুযোগ বুঝে ছুটে গিয়ে প্রথম টোকায় গোলরক্ষকের ওপর দিয়ে সামনে বাড়িয়ে দ্বিতীয় টোকায় বল জালে পাঠান অ্যাসেনসিও।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ গোছালো ফুটবল খেলতে থাকে লিভারপুল। এরই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে গোল পায় দলটি। দিয়োগো জটার শট মদ্রিচের পায়ে লেগে গতি হারিয়ে সালাহর কাছে গেলে সেই বল থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ান মিশরীয় ফরোয়ার্ড।

৬৫তম মিনিটে আবারও নিজের সামর্থ্য জানান দেন ভিনিসিয়াস জুনিয়র। ডান দিক থেকে মদ্রিচের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তরুণ এই ফরোয়ার্ড। 

শেষ ১৫ মিনিটে রক্ষণাত্মক কৌশলে যায় জিনেদিন জিদানের দল। সেই সুযোগে চাপ বাড়ায় লিভারপুল। তবে নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। তাই শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের পরাজয় নিয়ে ফিরতে হয়। অপেক্ষা এখন ফিরতি পর্বে অ্যাওয়ে গোলের সুবিধা কাজে লাগিয়ে আগামী ১৪ এপ্রিল অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোর।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন লিভারপুলকে | উড়িয়ে | সেমির | পথে | রিয়াল