আর্কাইভ থেকে জাতীয়

মার্কেট খুলে দেয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের বিক্ষোভ

মার্কেট খুলে দেয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের বিক্ষোভ

সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শপিংমল-দোকানপাট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছেন বসুন্ধরা, ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স ও বঙ্গবাজার কমপ্লেক্সের ব্যবসায়ীরা। 

বুধবার (৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে নিজ নিজ মার্কেটের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল করেন তারা ব্যবসায়ীরা।

মানববন্ধনে ‘লকডাউন চাই না, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চাই’, ‘স্বাস্থ্যবিধি মানব দোকানপাট খুলব’, ‘আমাদের দাবি মানতে হবে দোকানপাট খুলতে হবে’, ‘গণপরিবহন চললে মার্কেট কেন বন্ধ থাকবে’ ইত্যাদি স্লোগান দেন তারা।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, গতবছর করোনায় লকডাউন থাকায় ব্যবসায়ীদের শত কোটি টাকা লোকসান হয়েছে। এবারও লকডাউনের অজুহাতে মার্কেট বন্ধ থাকলে সবাইকে পথে বসতে হবে। এখন স্বাস্থ্যবিধি নশ্চিত করে মার্কেট খুলে দিতে হবে। এক্ষেত্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিতে পারে সরকার।

বক্তারা আরও বলেন, লকডাউনের তৃতীয় দিন আজ বুধবার ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলছে। কলকারখানা, গার্মেন্টসও খোলা রয়েছে। তাহলে কোন যুক্তিতে মার্কেটে বন্ধ থাকবে। সরকারকে অবশ্যই ব্যবসায়ীদের লোকসানের দিকটাও বিবেচনা করতে হবে।

তারা বলেন, সামনে রমজান, স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খুলে দেয়া হলে তারা বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন। গত বছর করোনাকালে এমনিতেই তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা করোনা সংক্রমণ রোধে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবেন বলে জানান।

উল্লেখ্য, গত মার্চের শেষ দিক থেকে দেশে সংক্রমণ ও মৃত্যুর আকস্মিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে সরকার ৫ এপ্রিল থেকে সারাদেশে বিধিনিষেধ জারি করে। এরই অংশ হিসেবে সারাদেশে গণপরিবহনসহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। শিল্পকারখানা সীমিত আকারে চালু রেখে বন্ধ করা হয় অফিস-মার্কেট। যদিও এই বিধিনিষেধ আরোপের পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোকান-মার্কেট খুলে দেয়ার দাবিতে বিক্ষোভসহ সড়ক অবরোধ করতে দেখা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কেট | খুলে | দেয়ার | দাবিতে | রাজধানীর | বিভিন্ন | স্থানে | ব্যবসায়ীদের | বিক্ষোভ